গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ পোশাক শ্রমিকের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী-ভৈরব রেল সড়কের পূবাইলের বসুগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিনথোপা গ্রামের আব্দুল রহিমের ছেলে মিলন মিয়া (১৯) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে ঝর্ণা আক্তার (২২)।

তারা দুজনই প্রাইম সোয়েটার পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। পূবাইলে বাসা ভাড়া নিয়ে ওই কারখানায় চাকরি করতেন বলে জানান প্রাইম সোয়েটার লিমিটেডের কর্মকর্তা মাহবুবর রহমান উজ্জ্বল।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মিলন ও ঝর্ণা দুপুরে বসুগাঁও এলাকায় রেলপথ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago