বান্দরবানে উদ্ধার কেএনএফ সদস্যের মরদেহের পরিচয় মিলেছে

স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানের রুমায় গুলিতে নিহত কেএনএফ সদস্যের পরিচয় জানা গেছে।

মরদেহটি বেনেট থাং ম্রো (১৮) এর বলে জানিয়েছেন তার বাবা লিপমাং ম্রো। ৪ নং সুয়ালুক ইউপির ৬ নম্বর ওয়ার্ড শ্যারণ পাড়ার বাসিন্দা ছিলেন বেনেট।

আজ দুপুরে বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তরের সময় লিপমাং ম্রো এ তথ্য জানান।

তিনি আরও জানান, দুই বছর আগে পারিবারিক অভাব অনটনের কারণে ঝগড়া করে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছিলেন বেনেট।

গত ২৭ ও ২৮ জানুয়ারি বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত কেএনএফ সদস্য বেনেটের মরদেহ গত শনিবার উপজেলার পাইন্দু ইউনিয়নের মুন্নুয়াম পাড়ার পাশের জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ।

লিপমাং ম্রো বলেন, দুই বছর যাবত পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ ছিল না বেনেটের। তিনিও জানতেন না ছেলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট( কেএনএফ) এ যোগ দিয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আলমগীর হোসেন জানান, বন্দুকযুদ্ধে নিহত বেনেটের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

Why Dhaka has become unliveable

To survive Dhaka, you need a strategy. Start by embracing the absurd: treat every crisis as a plot twist.

11h ago