ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন কাল, প্রতি কেন্দ্রে ১৭ জন ফোর্স মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন কাল, প্রতি কেন্দ্রে ১৭ জন ফোর্স মোতায়েন
ছবি: ফাইল ফটো

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে এবার আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও র‌্যাবের পাশাপাশি ১ হাজার ১০০ পুলিশ সদস্য মাঠে থাকবে।

গতকাল সোমবার রাতে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান। আগামী ১ ফেব্রুয়ারি, বুধবার এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, সরাইল উপজেলার ৮৪টি ও আশুগঞ্জ উপজেলার ৪৮টিসহ মোট ১৩২ ভোট কেন্দ্রে ১ হাজার ১০০ পুলিশ সদস্য, র‍্যাবের ১০টি টিম, ৪ প্লাটুন বিজিবি এবং ১ হাজার ৫৮৪ জন আনসার সদস্য মোতায়েন থাকবে।

তিনি জানান, প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৭ জনের ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে ১২ জন আনসার, দুইজন গ্রাম পুলিশ ও ৩ জন পুলিশ সদস্য থাকবেন। ভোটের আগে-পরে তারা ৩ দিন দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে ৪ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১০টি টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। এ ছাড়াও এই ২ উপজেলার ১৭টি ইউনিয়নের প্রতিটিতে একজন করে মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন বলেও জানান তিনি।

এদিকে আগামীকাল বুধবার ভোটগ্রহণের জন্য আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা এসব বুঝে নিচ্ছেন।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago