বিএনপির কোন কর্মসূচিতে বাধা দিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির নির্বাচনে আসা উচিত। তারা যদি বর্জন করে এটা তাদের নিজস্ব ব্যাপার। তবে একজন রাজনীতিবিদ হিসেবে আমি বলতে পারি, তারা নিশ্চয়ই নির্বাচনে আসবেন। নির্বাচন ছাড়া এই দেশের ক্ষমতা পরিবর্তন হবে না।
মানিকগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির নির্বাচনে আসা উচিত। তারা যদি বর্জন করে এটা তাদের নিজস্ব ব্যাপার। তবে একজন রাজনীতিবিদ হিসেবে আমি বলতে পারি, তারা নিশ্চয়ই নির্বাচনে আসবেন। নির্বাচন ছাড়া এই দেশের ক্ষমতা পরিবর্তন হবে না।

আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের দ্বিতীয় তলায় 'হ্যালো পুলিশ মানিকগঞ্জ ও বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'বিএনপির কর্মসূচির কোনটায় আমরা বাধা দিয়েছি? তারা বিশাল বিশাল সভা করেছে। প্রত্যেক জেলায় তারা সভা করেছে, প্রত্যেকটা ডিভিশনে তারা সভা করেছে। এখন আবার পদযাত্রা শুরু করেছে, মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে। সেখানে আমরা বলেছি, করুন। আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা করবেন।'

সংসদ সদস্য মমতাজ বেগম ও নাঈমুর রহমান দুর্জয়, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন এ সময় উপস্থিত ছিলেন।

Comments