‘উপনির্বাচনের মতো আওয়ামী মার্কা নির্বাচন করতে চাইলে বুমেরাং হবে’

বিএনপি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ, আওয়ামী লীগ, নির্বাচন,
ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির চলমান ১০ দফা দাবি আদায়ে বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: সংগৃহীত

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, উপনির্বাচনের মতো আওয়ামী মার্কা নির্বাচন করতে চাইলে বুমেরাং হবে। এটা ২০১৪ সাল নয় এটা ২০১৮ সালও নয়। জনগণ এই সরকারের দমন-নিপীড়ন, অগণতান্ত্রিক শাসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনগণ আজ জেগে উঠেছে।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির চলমান ১০ দফা দাবি আদায়ে বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

প্রিন্স বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন, কোনো আন্দোলনই সরকারের পতন ঘটাতে পারবে না। একমাত্র অগণতান্ত্রিক স্বৈরশাসকরাই এমন কথা বলতে পারেন। জনগণ, গণতন্ত্র এবং দেশের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে তাহলে গণদাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বান জানাচ্ছি।'

তিনি বলেন, 'আগামীকাল (শনিবার) ময়মনসিংহ বিভাগীয় সমাবেশকে বানচাল করতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। এ পর্যন্ত শেরপুর থেকে ১৫ জনসহ প্রায় ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।'

সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনাসহ বিভিন্নস্থানের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এই বিএনপি নেতা।

ময়মনসিংহ নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আগামীকালের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, অ্যাডভোকেট ফজলুর রহমান ও হারুন অর রশিদ।

Comments

The Daily Star  | English

Disrupting office work: Govt employees can be punished within 8 days

The interim government has moved to amend the Government Service Act-2018 to allow swift disciplinary action against its employees who will be found guilty of disrupting official activities.

6h ago