ভোট চুরি করে আ. লীগ জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্টার ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ যত অপকর্ম করছে, যত মিথ্যা মামলা, গ্রেপ্তার, গুম, খুন হচ্ছে, তা শুধু ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য। ভোট চুরি করে আজকে তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।

আজ শনিবার ময়মনসিংহ নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, 'বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীলীগ সম্পূর্ণ পরাজিত হয়েছে, আজকে তাদের কোন রাজনীতি নেই। আওয়ামীলীগ বাংলাদেশকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে নিঃস্ব করেছে। আওয়ামীলীগ শুধু ভোট চুরিই করেনি, তারা মেগা, মাঝারি, ছোট প্রকল্প চুরি করেছে। তারা দেশের রিজার্ভ চুরি করেছে। আওয়ামীলীগ বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে।'

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, অ্যাডভোকেট ফজলুর রহমান ও হারুন অর রশিদ।

সমাবেশে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, শেরপুর ও কিশোরগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন।

গণদাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এই সরকারের দমন-নিপীড়ন, অগণন্ত্রাতিক শাসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনগণ আজ জেগে উঠেছে।

এছাড়া সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানান তারা।

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও শরিফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

6h ago