দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

সাঙ্গু নদীতে ২ নৌকার সংঘর্ষে প্রাণ গেল মাঝির

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখ নামের এলাকায় এই ঘটনা ঘটে।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে ২ নৌকার মুখোমুখি সংঘর্ষে সামংগ্যা ত্রিপুরা (৫০) নামের একজন মাঝি নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখ নামের এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাঝি সামংগ্যা ত্রিপুরা রেমাক্রি ইউনিয়নের খেসাপ্রু পাড়া এলাকার মৃত বাসামনি ত্রিপুরার ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকালে মাংলো ম্রো (২৫) নামের একজন মাঝি ৪ জন পর্যটকসহ ৬ যাত্রী নিয়ে থানচি সদর থেকে নাফাখুমের দিকে যাচ্ছিলেন। তার নৌকা সাঙ্গু নদীর পদ্মমুখ এলাকায় পৌঁছালে বড়মদক থেকে আসা সামংগ্যা ত্রিপুরার নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকার ইঞ্জিনের পাখা সামংগ্য ত্রিপুরার গলায় লাগলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৩৭০ মদুক মৌজার হেডম্যান সিমন ত্রিপুরা জানান, সামংগ্য ত্রিপুরা নৌকায় করে তার মেয়েকে থানচি সদরের সরকারি হোস্টেলে ভর্তি করাতে নিয়ে আসছিলেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'অন্য নৌকায় থাকা পর্যটকরা সবাই সুস্থ আছেন। বেপরোয়াভাবে নৌকা চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।'

Comments