তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪০০

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪০০
ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। ছবি: রয়টার্স

তুরস্কের মধ্যাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ায় সোমবার ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স বলছে, সোমবার ভোরে আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পটি ছিল চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। সাইপ্রাস ও লেবাননেও কম্পন অনুভূত হয়েছে। এর পরেই বিকেলে ৭.৭ মাত্রার আরেকটি বড় ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ধ্বংসস্তূপ থেকে হতাহতদের বের করতে উদ্ধারকর্মীরা হিমশিম খাচ্ছেন।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তুরস্কে ৯১২ জন নিহত, ৫ হাজার ৩৮৩ জন আহত এবং ২ হাজার ৮১৮টি ভবন ধসে পড়েছে। অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত থাকায় নিহতের সংখ্যা কত বাড়বে তা অনুমান করতে পারছি না।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটির লাইভ ফুটেজে দেখা গেছে, দ্বিতীয় ভূমিকম্পের পর দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে একটি ভবন ধসে পড়েছে। ভবনটি খালি করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১১ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় ৩২৬ জনের বেশি মানুষ নিহত ও এক হাজার ৪২ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে ২২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

দিয়ারবাকিরে রয়টার্সের সাংবাদিকরা দেখতে পান, কয়েক ডজন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের ভেতরে অনুসন্ধান চালাচ্ছেন। শহরের একটি ধসে পড়া ভবন থেকে কম্বলে মোড়ানো একটি মেয়েকে বহন করে নিয়ে যাচ্ছিল কর্মীরা।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

21m ago