চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে গুগলের ‘বার্ড’

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে গুগলের ‘বার্ড’
ছবি: রয়টার্স

চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে 'বার্ড' নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চালু করছে গুগল।

এ বিষয়ে গুগলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটবটটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আগে তাদের নিজস্ব কিছু পরীক্ষক সেটা পরীক্ষা করে দেখবেন।

গুগলের বিদ্যমান বৃহত্তম ভাষা মডেল ল্যামডাতে তৈরি করা হয়েছে চ্যাটবটটি। 

বার্ডের বিষয়ে একজন প্রকৌশলী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এটার যোগাযোগ প্রক্রিয়া এতটাই মানুষের মতো যে, তিনি মনে করেছিলেন এটা মানুষের মতো সংবেদনশীলও।

টেক জায়ান্ট গুগল তার বর্তমান সার্চ ইঞ্জিনের জন্য নতুন এআই টুলস ঘোষণা করেছে।

গুগলের বস সুন্দর পিচাই একটি ব্লগে লিখেছেন, 'আমাদের বৃহৎ ভাষা মডেলগুলোর শক্তি, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার সঙ্গে বিশ্বের জ্ঞানের পরিধিকে একত্রিত করতে চায় বার্ড।'

মিস্টার পিচাই জোর দিয়ে বলেছেন, তিনি গুগলের এআই পরিষেবাগুলোকে 'সাহসী এবং দায়িত্বশীল' করতে চান। তবে বার্ডকে কীভাবে ক্ষতিকর ও আপত্তিকর বিষয় থেকে রক্ষা করবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

 

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago