সিরাজগঞ্জে বিএনপির কর্মসূচি স্থলে আ. লীগের অবস্থান, সংঘর্ষ-ভাঙচুর

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ ছাড়াও, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের জন্য ২ দলই একে অপরকে দোষারোপ করছে।

কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান স্থানীয় সাংবাদিকদের বলেন, 'কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি উপলক্ষে পদযাত্রায় অংশ নিতে নেতাকর্মীরা পাইকপাড়া গ্রামে জড়ো হন। কিন্তু সকাল থেকেই বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করেন। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে সংঘর্ষ বাধে।'

তবে কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর সেখ সাংবাদিকদের বলেন, 'শনিবার পাইকপাড়া বাজারে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ জন আহত হন।'

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্থানীয় সাংবাদিকদের বলেন, 'বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।'

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

JCD announces 27-member panel for Ducsu election

One post left vacant in honour of injured student

30m ago