জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

ঘটনার পর থেকে ছেলে আব্দুল মতিন পলাতক আছেন

ময়মনসিংহে লিখে দেওয়া জমির দাগ নম্বর ভুল হওয়ায় ছেলের দায়ের কুপে বাবা জয়নুদ্দিন (৭৫) নিহত হয়েছেন।

আজ ভোরে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে ওই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে আব্দুল মতিন পলাতক আছেন।

কোতোয়ালি মডেল থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত জয়নুদ্দিনের ২ স্ত্রী। কিছুদিন আগে জয়নুদ্দিন তার প্রথম স্ত্রীর সন্তান আব্দুল মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে ৩০ শতাংশ করে জমি লিখে দেন। জমির দাগ নম্বর ভুল হওয়ায় পর থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন ভোরে জয়নুদ্দিন বাড়ির সামনের ধান ক্ষেতে পানি দেওয়ার সময় মতিন পিছন থেকে দা দিয়ে কুপিয়ে জয়নুদ্দিনকে ঘটনাস্থলে হত্যা করে পালিয়ে যান।

ফারুক হোসেন আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Comments