মারা গেছেন সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা

নাজমুল হুদা। স্টার ফাইল ফটো

সাবেক বিএনপি নেতা ও সম্প্রতি ইসি নিবন্ধিত তৃণমূল বিএনপির চেয়ারম্যান নাজমুল হুদা মারা গেছেন। 

রোববার রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পরিবারে তার স্ত্রী ও দুই মেয়ে আছেন।

তৃণমূল বিএনপির মহাসচিব আক্কাস আলী খান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। সাবেক মন্ত্রী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা তৃণমূল বিএনপি গঠন করেন।

২০১৭ সালের ডিসেম্বরে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিলেন তিনি। 

ব্যারিস্টার নাজমুল হুদার জন্ম ১৯৪৩ সালে। ঢাকা-১ আসন থেকে তিনি বিএনপির হয়ে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১-৯৬ বিএনপি শাসনামলে তিনি তথ্যমন্ত্রী ও ২০০১-০৬ সময়কালে তিনি যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ২০১২ সালে দল থেকে বহিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত ভাইস চেয়ারম্যান ছিলেন।

বহিষ্কৃত হওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করলেও, কয়েক মাস পর তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়।

এরপর তিনি ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং একই বছরের নভেম্বরে বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) গঠন করেন। ২০১৫ সালের নভেম্বরে তৃণমূল বিএনপি নামে তিনি পঞ্চম রাজনৈতিক দল গঠন করেন।

৩১ দলের জোটের প্রধান হিসেবে হুদা ২০১৬ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দেন।

২০১৮ সালের নির্বাচনে নাজমুল হুদা ঢাকা-১৭ আসন থেকে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরাজিত হন।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করে। মামলার বিচারে তিনি দোষী সাব্যস্ত হন।

Comments

The Daily Star  | English

Violations reported after India, Pakistan agree to ceasefire

Blasts were heard in Srinagar and Jammu and projectiles and flashes were seen in the night sky over Jammu, similar to the events of the previous evening

35m ago