রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাবে তৃণমূল বিএনপি

তৃণমূল বিএনপির নির্বাচনী প্রতীক ‘সোনালি আঁশ’
দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় ১২ কোটি

রাজনৈতিক দল হিসেবে 'তৃণমূল বিএনপি'কে নিবন্ধন দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। 

উচ্চ আদালতের নির্দেশে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, 'আপিল বিভাগ সম্প্রতি তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার পক্ষে নির্দেশ দিয়েছেন। আমাদের আদালতের আদেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আদেশ বাস্তবায়ন করব।'

প্রায় একই নামের একাধিক দল থাকলে কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'জাসদের মতো প্রায় একই নামের আরও অনেক রাজনৈতিক দল আছে।'

তৃণমূল বিএনপির নির্বাচনী প্রতীক 'সোনালি আঁশ' বলেও জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) সাবেক নেতা নাজমুল হুদা তৃণমূল বিএনপি গঠন করেন। ২০১৭ সালের ডিসেম্বরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেন তিনি।

ইসি কর্মকর্তাদের মতে, নির্ধারিত সময়ের পর আবেদন করায় সেসময় ইসি দল হিসেবে এটির নিবন্ধন দেওয়া হয়নি। পরে দলটির নিবন্ধন চেয়ে নেতারা আদালতে যান।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago