‘অবৈধ পার্কিং যেন টম অ্যান্ড জেরি খেলা’

রাজধানীর তেজগাঁও এলাকায় মেয়র আনিসুল হক সড়কে অবৈধ পার্কিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
আজ দুপুরে তেজগাঁও এলাকায় মেয়র আনিসুল হক সড়কে অবৈধ পার্কিং পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

রাজধানীর তেজগাঁও এলাকায় মেয়র আনিসুল হক সড়কে অবৈধ পার্কিং নিয়ে হতাশা প্রকাশ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এটা 'টম অ্যান্ড জেরি' খেলায় পরিণত হয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই সড়কে রিকশা স্ট্যান্ড পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, 'আমি যখন পরিদর্শনে আসি তখন অবৈধভাবে পার্কিং করা ট্রাকগুলো রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় এবং চালকরা দ্রুত পালিয়ে যায়। কিন্তু আমি যখন চলে যাই তখন আবার সেখানে ট্রাক পার্কিং করা হয়।'

পার্কিং সমস্যা নিয়ে স্থানীয় ট্রাক চালক ও শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

সড়ক তদারকির জন্য স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেন ডিএনসিসি মেয়র। কমিটি নিয়মিত ডিএনসিসিকে এ বিষয়ে অবহিত করবে।

মেয়র বলেন, 'এই সড়কে অবৈধ পার্কিং প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।'

Comments