তুরস্কে আবারও ৫.৩ মাত্রার ভূমিকম্প

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। ছবি: রয়টার্স

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে আবারও ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শনিবার আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণকারী কেন্দ্র কানদিলি জানায়, মধ্য আনাতোলিয়া অঞ্চলের নিগদে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানায়, স্থানীয় সময় বেলা দেড়টার দিকে বোর জেলায় অনুভূত ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূমি থেকে ৭ কিলোমিটার গভীরে। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে যেখানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, সেখান থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে রোব জেলা অবস্থিত।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেছেন, 'এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে আছে উদ্ধারকারী দল।' 

এক টুইটবার্তায় তিনি বলেন, 'এ মুহূর্তে কোনো নেতিবাচক খবর নেই। ঈশ্বর আমাদের দেশ ও জাতিকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।'

 

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

Second uprising, this time against corruption: Jamaat chief

Says, if elected, MPs will act as servants, not masters

1h ago