কনস্টেবল নিয়োগ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও এসপি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে ৩ প্রতারককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তারা নিজেদের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কুমিল্লার এসপি পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছিলেন।

গ্রেপ্তারকৃতদের ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার মেরাজুল ইসলাম (৪৬), লুন্দি এলাকার মো. জামান খন্দকার (৪৩) এবং রায়েরকান্দি এলাকার মো. রিপন ফকির (৩৭)। এদের মধ্যে মেরাজুল ইসলাম প্রতারণা মামলায় সাজা প্রাপ্ত এবং মো. জামান খন্দকার চাঁদাবাজি মামলার আসামি।

এসপি জানান, এদের মধ্যে মেরাজুল ইসলাম নিজেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয় দিয়ে শরিফুল ইসলাম কামাল নামের একজনকে তার নাতির জন্য চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন। চাকরি পেতে ৩ লাখ টাকা দাবি করেন তিনি। পরে কুমিল্লার এসপি পরিচয়ে মো. জামান খন্দকার শরীফুলকে ফোন করে বলেন, আপনার নাতির বিষয়ে তদবীর আছে। তবে ৩ লাখ টাকায় হবে না, ৫ লাখ টাকা লাগবে। শরীফুল এতে রাজি হন। শরীফুল প্রতারকদের দেওয়া কয়েকটি বিকাশ ও নগদ নম্বরে গত ১১-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৬ লাখ টাকা পাঠান। কিন্তু ২৭ ফেব্রুয়ারি নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে শরীফুলের নাতির নাম না থাকায় সন্দেহ হয়। এরপরই শরীফুল কুমিল্লার এসপির সঙ্গে যোগাযোগ করেন।

পরে ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মুরাদনগর থানায় অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের দুইটি দল ঢাকা ও মাদারীপুরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের হোতা মেরাজুল ইসলাম ও মো. জামান খন্দকার ও তাদের সহযোগী মো. রিপন ফকিরকে (৩৭) গ্রেপ্তার করে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago