পুলিশ সদস্য নিহত: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা

নিহত কনস্টেবল
নিহত কনস্টেবল আমিরুল পারভেজ। ছবি: সংগৃহীত

রাজধানীর ফকিরাপুল এলাকায় গতকাল বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে।

আজ রোববার ভোরে পল্টন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ এ মামলা করে। 

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে, মামলার আসামি কতজন বা কারা, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বলতে পারেননি তিনি। 

নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখায় ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।

গতকাল দুপুরে ফকিরাপুল এলাকায় সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। তার মাথায় আঘাত লেগেছিল। 

ফকিরাপুল থেকে পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল সোয়া ৪টায় তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

Comments

The Daily Star  | English

Fitch flags risk to Bangladesh after Trump tariffs

Bangladesh is among several Asia-Pacific economies at risk of credit pressure from escalating US tariffs, Fitch Ratings warned yesterday, as trade tensions continue to rattle global markets.

6h ago