পঞ্চগড়ে সংঘাত

সরকার অসৎ উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে: ফখরুল

ফখরুল
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

পঞ্চগড় শহরের পাশে আহম্মদনগর এলাকায় আহমদিয়া জামাতের ৩ দিনব্যাপী সালানা জলসাকে কেন্দ্র করে সংঘাতের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অসৎ উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে।

আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি লিয়াঁজো কমিটির সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, 'পঞ্চগড়ের দুজন নিহত হয়েছেন। দোকান, ঘর-বাড়িতে লুটপাট চালানো হয়েছে। আমাদের প্রশ্ন, এই ধরনের বিতর্কিত বিষয় নিয়ে সরকার চুপ করে থাকবে কেন? সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো কেন, পরবর্তীকালে যখন আক্রমণ হয়েছে তখন পুলিশ দাঁড়িয়ে থেকে সেটা দেখল কেন, প্রতিরোধ করতে সক্ষম হলো না কেন?'

'এই যে সাম্প্রদায়িক সমস্যা তৈরি করা, বিভেদ সৃষ্টি করা, এটা সরকার করছে। আমরা মনে করি, অত্যন্ত অসৎ উদ্দেশ্যে করছে, দেশের মানুষ যখন গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছে। অধিকার আদায়ের জন্য সংগ্রাম শুরু করেছে। রাজনৈতিক দলগুলো নেমে এসেছে, সেটাকে বিভ্রান্ত করার জন্য এগুলো করছে। এর জন্য সম্পূর্ণ দায়ী করছি সরকারকে, সরকারেই এর জবাবদিহি করতে হবে,' বলেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব দায়ীদের বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

সীতাকুণ্ড ও সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, 'আমাদের প্রশ্ন যেটা, পরপর ঘটছে কেন? বিস্ফোরণের পেছনে কারণ কী সেটা তদন্ত করে বের করা হচ্ছে না কেন? সরকার যখন ব্যর্থ হয় তখন বিভিন্ন প্রতিষ্ঠান যারা এগুলো দেখার দায়িত্বে আছেন; যেন দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনা ঘটলে যাতে মানুষের জীবন নাশ না হয় সেই ব্যবস্থা নিচ্ছে কি না—সরকারি সংস্থাগুলো সেটা নিতে ব্যর্থ হচ্ছে, সরকার ব্যর্থ হওয়ার কারণে। সরকারের ব্যর্থতার কারণে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।' 

তিনি বলেন, 'বাংলাদেশে এই অবৈধ-অনির্বাচিত সরকার, যারা জোর করে ক্ষমতায় টিকে আছে, তারা আজকে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। চাল, ডাল, তেল, লবণের দাম আকাশচুম্বী হয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ২ মাসের ৩ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বাড়াচ্ছে, জ্বালানির দাম বাড়ছে।'

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

1h ago