গুলিস্তানে বিস্ফোরণ

‘বিস্ফোরণের ধাক্কায় যাত্রীসহ রিকশা নিয়ে উল্টে পড়ে যাই’

লিটন হোসেন
বিস্ফোরণে যাত্রীসহ রিকশা নিয়ে উল্টে পড়ে যান রিকশাচালক লিটন হোসেন। ছবি: শাহীন মোল্লা/স্টার

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহত হয়েছেন লিটন হোসেন নামে একজন রিকশাচালক। মাথায় আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।

সেখান থেকে তিনি দ্য ডেইলি স্টারকে বিস্ফোরণের সেই সময়ের বর্ণনা দিয়েছেন।

লিটন জানান, দুজন যাত্রী নিয়ে নাজিরাবাজার থেকে বায়তুল মোকাররমের দিকে যাচ্ছিলেন। সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের কাছে আসার পর পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ভবন থেকে ইটসহ বিভিন্ন জিনিসপত্র রাস্তায় উড়ে এসে পড়ে। বিস্ফোরণের ধাক্কায় যাত্রীসহ রিকশা নিয়ে উল্টে পড়ে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। ভবনটি থেকে ইটসহ বিভিন্ন জিনিসপত্র তার ওপর পড়ায় মাথায় চোট পান তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

মাথায় ব্যান্ডেজ বেঁধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বসে সাহায্যের জন্য আত্মীয়স্বজনদের ফোন করছিলেন লিটন হোসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পেলেও মাথায় আঘাত লাগায় তাকে বেশ কিছু পরীক্ষা করতে বলা হয়েছে। এ কারণেই তিনি তার স্বজনদের ফোন করে সাহায্য চাইছিলেন।

লিটন মোবাইলে বলছিলেন, 'আমি ঢাকা মেডিকেলে ভর্তি। আমার চিকিৎসার জন্য একটু আসেন ভাই।'

তবে রিকশায় থাকা দুই যাত্রীর অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

3h ago