চাঁদা না পেয়ে বিদ্যালয়ে হামলা, ছাত্রলীগ নেতাসহ ১২ সহযোগীর বিরুদ্ধে মামলা

অভিযুক্ত রানা মণ্ডল তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
ভাংচুরের পর ধামাইচহাট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের চিত্র। ছবি: সংগৃহীত

২ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলসহ তার ১২ সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার তাড়াশ থানায় মামলাটি দায়ের করেন ধামাইচহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা। হামলা-ভাংচুরের ঘটনা ঘটে রোববার।

মামলার এজাহার থেকে জানা যায়, রোববার বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় রানা মণ্ডলসহ ১০-১৫ জনের একটি দল এসে প্রধান শিক্ষকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করায় হামলাকারীরা অনুষ্ঠানের জন্য রাখা চেয়ার, টেবিলসহ স্কুলের বিভিন্ন আসবাব ভাংচুর করে।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলাটি গ্রহণ করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তবে মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক আছে।'

এ ব্যাপারে কথার বলার জন্য অভিযুক্ত রানা মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Comments