দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড
গুলিস্তানে বিস্ফোরণ

পাওয়া গেল মেহেদী হাসান স্বপনের মরদেহ, নিহত বেড়ে ২১

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় মরদেহটি বিধ্বস্ত ভবন থেকে বের করে আনা হয়।
বিধ্বস্ত ভবন থেকে মরদেহটি বের করেছে ফায়ার সার্ভিস। ছবি: স্টার

গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় মরদেহটি বিধ্বস্ত ভবন থেকে বের করে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কোনো মরদেহ নেই।'

মেহেদীর বেয়াই আব্দুল সাত্তার বাবুল ডেইলি স্টারকে জানান, মরদেহটি মেহেদী হাসান স্বপনের।

এর আগে নিখোঁজ ব্যবসায়ী মেহেদী হাসান স্বপনের সন্ধানে সকাল সোয়া ৯টায় অভিযান শুরু করা হয়। তখন ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক ডেইলি স্টারকে বলেছিলেন, 'মেহেদী হাসান স্বপনের স্বজনদের দাবি, এই ভবনের নিচে তার মরদেহ পাওয়া যেতে পারে। আমরা উদ্ধার অভিযান শুরু করেছি৷'

মেহেদীর চাচাত ভাই ইত্তেহাদ লিংকন ডেইলি স্টারকে বলেছিলেন, 'ঢাকার সব হাসপাতালে এবং মর্গে খুঁজেছি, কোথাও স্বপনকে পাইনি। আমরা নিশ্চিত তাকে এখানেই পাওয়া যাবে। কারণ ঘটনার সময় তিনি ভবনেই ছিলেন৷'

নিহত স্বপন ওই ভবনের বেসমেন্টে অবস্থিত বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার।

মঙ্গলবার বিকেলের এই বিস্ফারণের ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছেন।

Comments