কামরাঙ্গীরচরে বন্ধুর ডাম্বেলের আঘাতে যুবক নিহত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় বন্ধুর ডাম্বেলের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নিহত যুবকের নাম মো. হাসান। আজ সকালে ঝাউলাহাটি এলাকার একটি মেসে বন্ধু ইমনের ডাম্বেলের আঘাতে তিনি মারা যান।'

'এ ঘটনায় ইমনকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, কামরাঙ্গীরচরের একটি তারকাঁটা তৈরির কারখানায় কাজ করতেন তারা। গতরাতে কাজ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইমনকে মারধর করেন হাসান। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন ইমন। আজ সকালে মেসে গতরাতের ঘটনা নিয়ে ইমনকে উত্তেজিত করার চেষ্টা করেন হাসান। এসময় ইমন ডাম্বেল দিয়ে হাসানের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়', যোগ করেন ওসি।

Comments

The Daily Star  | English

JnU students begin mass hunger strike

Approximately 5,000 current and former students have joined the protest

2h ago