বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে বলেই উন্নয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা সবল বলেই আমরা এগিয়ে যাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে বলেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: স্টার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা সবল বলেই আমরা এগিয়ে যাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে বলেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

আজ রোববার বিকেল ৪টায় জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে না পারলে দেশের উন্নয়ন থমকে যেত। এটি শুধু আমাদের কথা নয়, এটি সারা বিশ্বের কথা।'

উন্নয়নে নারীদের অংশিদারিত্ব নিয়ে তিনি বলেন, 'নারীদের পাশে রেখে আমরা কাজ করে চলেছি বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে নারীরাও গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে।'

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মির্জা আজম এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহসহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English

IMF agrees to lend $1.15 billion to Bangladesh in third tranche

The International Monetary Fund (IMF) has agreed to provide $1.15 billion to Bangladesh in the third instalment under its multi-billion-dollar loan programme.

1h ago