খুকৃবির সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে ধর্ষণ মামলা গ্রহণের আদেশ

খুলনা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. শহীদুর রহমান খান ও বর্তমান রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামালার এজাহার গ্রহণের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম এ আদেশ দেন।

আদালতে অভিযোগকারী নারী একই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পিপি ফরিদ আহম্মেদ।

আদালত সূত্রে জানা যায়, অভিযোগে ভুক্তভোগী নারী জানিয়েছেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অফিসে আবাসিকভাবে থাকতেন সাবেক উপাচার্য। সেখানে রেজিস্ট্রার ওই নারীকে খাবারের ব্যবস্থা করার দায়িত্ব দেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর খাবার পৌঁছে দিতে গেলে রেজিস্ট্রারের সহযোগিতায় ওই নারীকে ধর্ষণ করেন সাবেক উপাচার্য। এসময় কাউকে জানালে চাকরি না থাকার ভয় দেখানো হয় বলে অভিযোগ করেছেন ওই নারী।

অভিযোগে বলা হয়, চাকরি এবং সামাজিক অবস্থানের ভয়ে এতদিন বিষয়টি জানাতে পারেননি তিনি।

আজ আদালত এই ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানাকে মামলা গ্রহণ করে তদন্ত করতে বলেছেন বলে জানিয়েছে আদালত সূত্র।

অভিযোগের বিষয়ে জানতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রহমান খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার ডেইলি স্টারকে বলেন, 'এটি ভিসির ব্যক্তিগত ব্যাপার। ওই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। আমাকে এই ঘটনা কেউ লিখিতভাবে জানায়নি।'

Comments

The Daily Star  | English

August 21 grenade attack cases: SC upholds acquittal of Tarique, Babar

The acquittal followed hearings on death references and appeals filed by several convicts

Now