বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৩

৬ দিন পর বাসচালক গ্রেপ্তার

গ্রেপ্তার বাসচালক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তেলবাহী ট্রেনের ধাক্কায় ৩ জন নিহতের ঘটনায় করা মামলায় বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। অভিযুক্ত বাসচালকের নাম মো. খোরশেদ আলম (৩০)।

গ্রেপ্তারের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসপি মোহাম্মদ হাসান চৌধুরী জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ফটিকছড়ি উপজেলার দাতমারা এলাকা থেকে খোরশেদকে গ্রেপ্তার করা হয়।

'ঘটনার পর বাসচালক খোরশেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি মামলা করে। চালকের অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণে বাসটি সিগন্যাল লঙ্ঘন করে ক্রসিংয়ে চলমান ট্রেনের ইঞ্জিনকে সরাসরি ধাক্কা দেয় এবং এতে ৩ জন নিহত হন', বলেন এসপি।

গত ৬ মার্চ রাত ৯টা ৪০ মিনিটের দিকে ইপিজেড থানার মেঘনা তেলের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ৩ জন হলেন, মো. আজিজুল হক (৩০), মো. আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)।

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

3h ago