চট্টগ্রামে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তেলবাহী ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ইপিজেড থানার মেঘনা তেলের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩
ছবি: স্টার

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তেলবাহী ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ইপিজেড থানার মেঘনা তেলের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. আজিজুল হক (৩০), মো. আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)।

সিএমপি বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'পতেঙ্গার পদ্মা-মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল নিয়ে ট্রেনটি তার গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু পয়েন্টম্যানের সিগন্যাল অমান্য করে একটি যাত্রীবাহী বাস হঠাৎ ট্রেনের সঙ্গে ধাক্কা  দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন।'

তিনি আরও বলেন, আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মরদেহগুলো সিএমএইচ মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

People want a party helmed by the youth

Forming an alternative political force and ensuring transparency in government work were the two issues that figured most prominently in the district-level views-exchange meetings organised by the Anti-Discrimination Students Movement.

13h ago