গুরুদাসপুরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরের গুরুদাসপুরে আজ মঙ্গলবার সকালে প্রকাশ্যে হেলাল সরদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভাইকে রক্ষা করতে গিয়ে আহত হন নিহতের ছোট ভাই শিশির সরদার।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর শহরের চাঁচকৈড় হাটে পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে আবু তাহের এবং তার কয়েকজন অনুসারী ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে কোপান। এতে ঘটনাস্থলেই মারা যান হেলাল।

হামলায় নেতৃত্ব দেওয়া আবু তাহের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় আবু তাহেরের সহযোগী আবু তোহা, আকাশ হোসেন ও তুহিনকে আটক করেছে পুলিশ।

নিহত হেলাল (৩৪) গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লার মৃত সাখাওয়াত হোসেন সরদারের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, নিহত হেলাল সরদার ও তার ভাই শিশির সরদার নাটোর জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন চাঁচকৈড় শাখার সঙ্গে যুক্ত ছিলেন।

ওসি আরও বলেন, ২ মাস আগে বিন্নাবাড়ি হাটের ইজারাকে কেন্দ্র করে হেলাল সরদারের সঙ্গে ছাত্রলীগ নেতা আবু তাহেরর বিরোধ তৈরি হয়েছিল। এর জের ধরে গত ২০ ফেব্রুয়ারি হেলাল তার সহযোগীদের নিয়ে তাহেরকে কুপিয়ে জখম করেছিলেন।

ওই ঘটনায় তাহেরর বাবা আবুল মোতালেব থানায় মামলা করেছিলেন। ওই মামায় জামিনে ছিলেন হেলাল সরদার।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি বাধন আতিয়ার ডেইলি স্টারকে বলেন, তাহেরকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবিতে গুরুদাসপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। তাকে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হবে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

10h ago