গুমের ২৮ অভিযোগ খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ফটো

সরকার 'গুমের' ২৮টি অভিযোগ খতিয়ে দেখছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন।

আজ সোমবার সিরডাপ মিলনায়তনে মানবাধিকার ফোরাম বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

'সরকারের কাছে জাতিসংঘের দেওয়া ৭৮ ভুক্তভোগীর তালিকা রয়েছে' উল্লেখ করে এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'এ তালিকায় থাকা ১০ জনের পরিবার পুলিশকে সহযোগিতা করতে রাজি হয়নি এবং ১০ জনকে পরে পাওয়া গেছে।'

জাতিসংঘের 'গুমের' তালিকার নিন্দা জানান তিনি। তিনি বলেন, 'সিভিল সোসাইটির একশ্রেণির সংস্থা তাদের রাজনৈতিক এজেন্ডা লুকিয়ে মানবাধিকার সংস্থা হিসেবে নিজেদের পরিচয় দেয়।'

শাহরিয়ার আলম আরও বলেন, 'আমরা বারবার অধিকারকে (মানবাধিকার সংস্থা) ভুক্তভোগীদের বিস্তারিত বিবরণ জানাতে বলেছি, কিন্তু তারা তা দেয়নি।'

'কেউ কি আমাকে ভুক্তভোগীদের তালিকা দিতে পারবেন,' প্রশ্ন রাখেন তিনি।

মতবিনিময় সভায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান লিটন বলেন, 'মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান না করে সরকারের উচিত অভিযোগের তদন্ত করা।'

দেশের ২০ মানবাধিকার সংস্থার যৌথ প্ল্যাটফর্ম মানবাধিকার ফোরাম বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে মানবাধিকার সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। মতবিনিময় সভায় প্রতিবেদনটির খসড়া উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৫৬ জন 'গুমের' শিকার হয়েছেন।
 

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

23m ago