বলিউডের অসংখ্য জনপ্রিয় গান সরিয়ে ফেলেছে স্পটিফাই

বলিউডের অসংখ্য জনপ্রিয় গান সরিয়ে ফেলেছে স্পটিফাই
ছবি: সংগৃহীত

মিউজি স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই থেকে বলিউডের অনেক জনপ্রিয় গান হঠাৎ করেই হারিয়ে গেছে। শ্রোতারা তাদের শত শত পছন্দের গান এখন আর অ্যাপটিতে খুঁজে পাচ্ছেন না। 

স্পটিফাই জানিয়েছে, এসব জনপ্রিয় গানগুলোর মালিকদের সঙ্গে একটি চূড়ান্ত ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে তারা। ফলে স্পটিফাইতে গানগুলো স্ট্রিম করার যে মেয়াদ ছিল, সেটি ফুরিয়ে যাওয়ার পর নতুন করে আর কোনো চুক্তি করা এখনো সম্ভব হয়নি। বাধ্য হয়ে গানগুলো তাই অ্যাপ থেকে তুলে নিতে হয়েছে। 

হঠাৎ করে যেসব জনপ্রিয় গান গায়েব হয়ে গেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাজিরাও মাস্তানি সিনেমার 'মালহারি', বার বার দেখো সিনেমার 'কালা চশমা'র মতো গানগুলো। বহু ব্যবহারকারীর প্লে-লিস্টে এসব গানগুলো ছিল। যেহেতু গানগুলো অ্যাপ থেকে তুলে নেওয়া হয়েছে, তাই এগুলো স্বয়ংক্রিয়ভাবে প্লেলিস্ট থেকেও কাটা গেছে। 

'আমি এখন কী শুনব?'

পছন্দের গানগুলো এভাবে হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় স্পটিফাইয়ের শ্রোতারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। এমন একজন শ্রোতা ভিশমা রাই, যিনি বলিউডের গানের একজন ভক্ত। নিজের পছন্দের গানগুলো দিয়ে তিনি একটি প্লেলিস্ট বানিয়েছিলেন। কিন্তু এখন তিনি দেখছেন তার প্লে লিস্টের অনেকগুলো গান আর নেই। 

'আমি খুবই বিরক্ত। এটা একটা বিপর্যয়কর পরিস্থিতি', তিনি আক্ষেপ করে বলছিলেন। 

'কালাঙ্ক সিনেমার গানগুলো এখন আর শোনা যাচ্ছে না। এই সিনেমার টাইটেল ট্র্যাকটা আমার অনেক পছন্দের ছিল। এটা খুবই হতাশাজনক। আমি জানি না এখন আমি এখানে কী গান শুনব।'

বলিউড সিনেমায় গানের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। ভারতসহ বিশ্বজুড়ে বলিউড সিনেমাপ্রেমীদের একটা বড় অংশই এই গানগুলোর ভক্ত। গানকে বলিউড সিনেমার 'আত্না' বলা যেতে পারে। এমনকি কোনো সিনেমা যদি ভালো নাও করে, তারপরও মানুষ ওই সিনেমার গানের মাধ্যমে সিনেমাটিকে মনে রাখে। 

'আমি জানি না এখন কি করব। এটা খুবই বিরক্তিকর। গানগুলোকে আমি মিস করব', বলছিলেন ভিশমা। 

অনেক জনপ্রিয় গান হঠাৎ করে হারিয়ে যাওয়ায় অনেকেই স্পটিফাইয়ের সাবসক্রিপশনও বাতিল করে দিচ্ছেন। এমন একজন শ্রোতা জিনাত। স্পটিফাইয়ের এমন সিদ্ধান্তের প্রতিবাদে তিনি তার সাবসক্রিপশন বাতিল করেছেন বলে জানিয়েছেন। 

মিউজি স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই থেকে বলিউডের অনেক জনপ্রিয় গান হঠাৎ করেই হারিয়ে গেছে। শ্রোতারা তাদের শত শত পছন্দের গান এখন আর অ্যাপটিতে খুঁজে পাচ্ছেন না। 

স্পটিফাই জানিয়েছে, এসব জনপ্রিয় গানগুলোর মালিকদের সঙ্গে একটি চূড়ান্ত ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে তারা। ফলে স্পটিফাইতে গানগুলো স্ট্রিম করার যে মেয়াদ ছিল, সেটি ফুরিয়ে যাওয়ার পর নতুন করে আর কোনো চুক্তি করা এখনো সম্ভব হয়নি। বাধ্য হয়ে গানগুলো তাই অ্যাপ থেকে তুলে নিতে হয়েছে। 

হঠাৎ করে যেসব জনপ্রিয় গান গায়েব হয়ে গেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাজিরাও মাস্তানি সিনেমার 'মালহারি', বার বার দেখো সিনেমার 'কালা চশমা'র মতো গানগুলো। বহু ব্যবহারকারীর প্লে-লিস্টে এসব গানগুলো ছিল। যেহেতু গানগুলো অ্যাপ থেকে তুলে নেওয়া হয়েছে, তাই এগুলো স্বয়ংক্রিয়ভাবে প্লেলিস্ট থেকেও কাটা গেছে। 

টুইটার ও রেডিটে এসেও শ্রোতারা নিজেদের পছন্দের গানগুলো শুনতে না পারার আক্ষেপ করছেন। 

স্পটিফাই তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দুনিয়ার সব মিউজিক এবং পডকাস্ট তাদের অ্যাপে পাওয়া যাবে না। 

অন্যান্য স্ট্রিমিং সার্ভিসের মতো স্পটিফাইও কনটেন্টের মূল মালিকের সঙ্গে চুক্তির মাধ্যমে সেগুলো প্রচার করে। এখন বলিউডের অনেক গানের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে গানগুলোর মূল মালিকের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে গেছে এবং নতুন আরেকটি চুক্তি এখনো করা সম্ভব হয়নি। 

তবে স্পটিফাই জানিয়েছে তারা জি মিউজিকের সঙ্গে চুক্তি করার জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছে। জি মিউজিক ভারতের অন্যতম বৃহৎ বিনোদন কোম্পানি। 

সূত্র: বিবিসি

গ্রন্থনা: আহমেদ হিমেল

 

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Reform commission for universal primary healthcare

Also recommends permanent independent commission to govern heath sector

2h ago