ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেললে সাকিবের রান হতো ১০-১২ হাজার: হাথুরুসিংহে

Shakib Al Hasan & Chandika Hathurusingha
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আলাপ করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: ফিরোজ আহমেদ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। সেকারণে বাঁহাতি তারকা অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ হলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের প্রধান কোচের মতে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতের কন্ডিশনে নিয়মিত খেললে এই সংস্করণে সাকিবের রান এতদিনে হতো ১০ থেকে ১২ হাজার।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিং রুমে সাকিবের পাশাপাশি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তামিম। একই ম্যাচে মুশফিক পান এই সংস্করণে সাত হাজার রানের মাইলফলক স্পর্শের স্বাদ। সাকিব ও মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন হাথুরুসিংহে। তামিম ক্রেস্ট বুঝে নেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছ থেকে।

বাংলাদেশের শীর্ষ তারকা সাকিবকে উদ্দেশ্য করে প্রধান কোচ হাথুরুসিংহে বলেন, 'সাকিব... তোমাকে বেশিরভাগ সময় বাংলাদেশের মাটিতে খেলতে হয়েছে এবং অতীতে অন্যান্য দলের বিপক্ষে খেলতে হয়েছে যাদের বোলিং আক্রমণ (বাংলাদেশের চেয়ে) ভালো। সেই ব্যাপারটা এখন আর নেই, অন্তত গত পাঁচ-ছয় বছর ধরে। তবে হয়তো যখন তুমি (ক্যারিয়ার) শুরু করেছিল, এটা মোটেও সহজ ছিল না।'

'আরেকটি বিষয় হলো, এখানে (বাংলাদেশের কন্ডিশনে) প্রচুর রান করা সহজ নয়। তুমি যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে, তাহলে তোমার প্রতিভার অনুসারে (এতদিনে) ১০ বা ১২ হাজার রান হতো। তাই এটা (৭ হাজার রান) খুব বড় একটা অর্জন, দারুণ।'

তামিমকে সম্বোধন করে অতীতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করা সিডন্স বলেন, 'তামিম... তুমি যদি (ব্যাট হাতে) উড়তে থাকো, তখন এই দল আরও ভালো হবে এবং (চলতি বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে) বিশ্বকাপে উড়তে থাকবে। তাই, (আন্তর্জাতিক ক্রিকেটে) ১৫ হাজার রানের জন্য অভিনন্দন।'

'যখন আমি এবার আবার বাংলাদেশে ফিরে আসি, আমি একটা ব্যাপার নিশ্চিত করতে চেয়েছি যে তুমি (তামিম), মুশি (মুশফিক), সাকিব এবং এমনকি রিয়াদও যেন তোমাদের ক্যারিয়ারের সেরা তিনটি বছর কাটাও। যদি তোমরা আগামী তিন বছরে বা যে সময়েই ক্যারিয়ার শেষ করতে চাও, আমি মনে করি, এখনও তোমরা সেরা তিন বছরটি বছর কাটাতে পারবে। সবাই মিলে এটা নিশ্চিত করতে হবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Equipped to inflict heavy casualties

Police arms records show the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

9h ago