হোয়াইট হাউসে আমাকে ফিরিয়ে না আনলে অরাজকতা হবে: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসে তার প্রথম নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন। এ সমাবেশে তিনি দাবি করেন, তাকে ভোট দিয়ে আবারও হোয়াইট হাউজে না আনা হলে দেশে অরাজক পরিস্থিতি দেখা দেবে। 

গতকাল শনিবার টেক্সাসের ওয়াকোয় এ সমাবেশে ট্রাম্প রিপাবলিকান দলে তার মূল প্রতিদ্বন্দ্বী রন ডিস্যান্টিসের কড়া সমালোচনা করেন। পাশাপাশি তার বিরুদ্ধে পরিচালিত ফৌজদারি তদন্ত প্রক্রিয়াকে 'স্তালিনের (সাবেক সোভিয়েত রাষ্ট্রপ্রধান জোসেফ স্তালিন) আমলের আতঙ্কজনক' অধ্যায়ের সঙ্গে তুলনা করেন।

ট্রাম্প কয়েক হাজার উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে প্রায় ২ ঘণ্টা বক্তব্য দেন। বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়ে ছিল তার বিরুদ্ধে পরিচালিত একাধিক তদন্তের বিষোদগার।

বিশ্লেষকদের মতে, এসব তদন্ত ও এর ফলাফল ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারকে বিপদগ্রস্ত করতে পারে।

কোনো তথ্যপ্রমাণ না দিয়েই ট্রাম্প দাবি করেন, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার প্রেসিডেন্ট প্রার্থিতার অবমাননার জন্য তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, 'বাইডেন প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা স্তালিনের আমলের আতঙ্কজনক অধ্যায়গুলোর সঙ্গে তুলনীয়।'

'শুরু থেকেই এটি আলেয়ার পেছনে ছোটার মতো বিষয় এবং আমার বিরুদ্ধে একের পর এক ভুয়া তদন্ত পরিচালনা করা হচ্ছে,' যোগ করেন তিনি।

শুধু আইনি লড়াই নয়, ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থিতায় বাধা হতে পারেন ফ্লোরিডার জনপ্রিয় গভর্নর ও রিপাবলিকান নেতা রন ডিস্যান্টিস।

'ডিস্যান্টিসের বড় ভক্ত নন' উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, 'এই লোক গভর্নর হওয়ার অনেক আগে থেকেই ফ্লোরিডা অসামান্য সাফল্যের মুখ দেখছে।'

ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, 'অশুভ শক্তি' যুক্তরাষ্ট্রকে ধ্বংসের চেষ্টা করছে এবং তাকে ভোট দিয়ে হোয়াইট হাউসে ফিরিয়ে না আনলে শিগগির 'অরাজকতা' শুরু হবে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র 'ব্যর্থ রাষ্ট্র', এর অর্থনীতি 'নিম্নমুখী'।

বিশ্লেষকদের অনেকে ট্রাম্পের সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা করলেও ওয়াকোয় উৎসবমুখর পরিবেশেই এটি অনুষ্ঠিত হয়। ছবি: এএফপি
বিশ্লেষকদের অনেকে ট্রাম্পের সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা করলেও ওয়াকোয় উৎসবমুখর পরিবেশেই এটি অনুষ্ঠিত হয়। ছবি: এএফপি

ট্রাম্প একাধিকবার উল্লেখ করেন, ডেমোক্র্যাটদের কারচুপির কারণে তিনি ২০২০ সালের নির্বাচনে পরাজিত হন। তিনি কয়েকজন মার্কিন কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিবিদকে যুক্তরাষ্ট্রের জন্য 'চিন বা রাশিয়ার' চেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করে দাবি করেন, তিনি মার্ক্সবাদী ও কমিউনিস্টদের বিরুদ্ধে লড়ছেন।

বিশ্লেষকদের অনেকে ট্রাম্পের সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা করলেও ওয়াকোয় উৎসবমুখর পরিবেশেই এটি অনুষ্ঠিত হয়। কোনো অনভিপ্রেত ঘটনার তথ্য জানা যায়নি। অনেকেই ট্রাম্পের মতো সেজে সমাবেশে যোগ দেন।

তীব্র গরমে অনেকে কষ্ট পেয়েছেন। এক নারী অচেতন হয়ে পড়লে স্বাস্থ্যকর্মীরা তাকে সহায়তা দেন।

 

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago