নাফ নদী থেকে ২ কেজি ক্রিস্টাল মেথসহ আটক ১

কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারের সময় ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথসহ এক জনকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, শনিবার দিবাগত ভোর ৩ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার নাফ নদীর বরইতলী পয়েন্টে ওই মাদক চোরাকারবারিকে আট করা হয়। তার নাম মাহমুদ উল্লাহ (৪২)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার বাসিন্দা।

ক্রিস্টাল মেথ বা মেথামফেটামিন নামের এই মাদকটি আইস নামে পরিচিত।

বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ওই ব্যক্তি কাঠের একটি নৌকা নিয়ে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে আসেন। তীরের কাছাকাছি পৌঁছালে তাকে বিজিবির টহল দলের সদস্যরা থামার নির্দেশ দেন। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। তার নৌকাটিতে মাছ ধরার জালের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ, ৩৯ প্যাকেট বার্মিজ কফি, ২০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ কেজি সুতার জাল জব্দ করা হয়।

আটক মাহমুদ উল্লাহর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা মো. মহিউদ্দীন আহমেদ।

থানার ওসি মো. আবদুল হালিম বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

BNP meets CA today to press for election roadmap

At its meeting with the chief adviser, the BNP will demand a specific roadmap to the election.

5h ago