আইপিএল ২০২৩

৫ উইকেট পেলে বিচিত্র উদযাপন নিয়ে আসবেন চেহেল

রোববার হায়দরাবাদে স্বাগতিক সানরাইজার্স হায়দরাবাদকে  ৭২ রানে হারায় রাজস্থান। আগে ব্যাটিং পেয়ে যশভি জয়সাওয়াল, জস বাটলার আর স্যামসনের ফিফটিতে ২০৩ রান করে তারা। জবাবে চেহেলের ঘূর্ণিতে ১৩১ রানে আটকে যায় সানরাইজার্স।
Jos Buttler &  yuzvendra chahal
ছবি: আইপিএল

আগের বছরও দারুণ খেলে আইপিএলের ফাইনাল পর্যন্ত গিয়েছিল রাজস্থান রয়্যালস। শিরোপা জিততে না পারার হতাশা দূর করে এবারও দুর্দান্ত শুরু পেল তারা। সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে শুরু করেছে সঞ্জু স্যামসনের দল। দলের জয়ে ৪ উইকেট নিয়ে বড় অবদান লেগ স্পিনার যুজভেন্দ্র চেহেলের। প্রথম ভারতীয় বোলার হিসেবে এদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটও স্পর্শ করা হয় তার। এমনিতে যেকোনো সাফল্যেই অদ্ভুত উদযাপন করে থাকেন তিনি। এদিন তেমন কিছু দেখা যায়নি। পরে  জানালেন ৫ উইকেট পেলে করতেন তার ট্রেডমার্ক বিচিত্র কোন উদযাপন।

রোববার হায়দরাবাদে স্বাগতিক সানরাইজার্স হায়দরাবাদকে  ৭২ রানে হারায় রাজস্থান। আগে ব্যাটিং পেয়ে যশভি জয়সাওয়াল, জস বাটলার আর স্যামসনের ফিফটিতে ২০৩ রান করে তারা। জবাবে চেহেলের ঘূর্ণিতে ১৩১ রানে আটকে যায় সানরাইজার্স।

রাজস্থানের দুই ওপেনারই পাওয়ার প্লের মধ্যে তুলে ফেলেন ৮৫ রান। বাটলার ২২ বলে করেন ৫৪। জয়সাওউয়াল ৩৭ বলে ৫৪। আর অধিনায়ক স্যামসন ৩২ বলে করেন ৫৫ রান।

২০৪ রানের লক্ষ্যে নেমে শুরুতে ট্রেন্ট বোল্টের তোপে পড়ে সানরাইজার্স। পরে তাদের ভিত কাঁপিয়ে দেন চেহেল। হ্যারি ব্রুককে বোল্ড করে স্পর্শ করেন ৩০০ উইকেট। টি-টোয়েন্টিতে কোন ভারতীয় বোলারের যা সর্বোচ্চ। ম্যাচ শেষে জানালেন, সহজ পরিকল্পনা করেই সাফল্য এনেছেন তিনি,  'আমরা দারুণ শুরু পেলাম। যেভাব জস ও জয়সাওয়াল ব্যাট করছিল, আমরা জানতাম বড় পূঁজি হলে ওদের জন্য কঠিন হবে। পরিকল্পনা ছিল স্টাম্প টু স্টাম্প বল করব। আমার শক্তির জায়গায় থাকব।'

এমনিতে উইকেট পেলে কখনো ছবি তোলার ভঙ্গি, কখনো ক্যামেরার টেপার অভিনয়। অনেক রকমের রঙ ঢঙ করতে দেখা যায় চেহেলকে। এবার প্রথম ম্যাচে ৪ উইকেট পেলেও সেসব কিছু করলেন না। হার্শা ভোগলের প্রশ্নের জবাবে জানলেন, উদযাপনটা তুলে রাখছেন ৫ উইকেটের জন্য,'কাকে বল করছি তা নিয়ে খুব একটা ভাবি না। ৫ উইকেত পেলে তবে বড় রকমের উদযাপন করতে দেখবেন।'

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

1h ago