আগুনের সূত্রপাত আদর্শ মার্কেট থেকে: প্রত্যক্ষদর্শী

আদর্শ মার্কেট বঙ্গবাজারের আওতাধীন ৪টি মার্কেটের মধ্যে একটি।
আগুনের সূত্রপাত আদর্শ মার্কেট থেকে: প্রত্যক্ষদর্শী
আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছবি: আনিসুর রহমান/স্টার

বঙ্গবাজারের আগুনের সূত্রপাত আদর্শ মার্কেটের একটি দোকান থেকে হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। আদর্শ মার্কেট বঙ্গবাজারের আওতাধীন ৪টি মার্কেটের মধ্যে একটি।

পার্শ্ববর্তী মহানগর কমপ্লেক্সের ইলেকট্রিশিয়ান মো. সুমন বলেন, 'সকাল ৬টার দিকে আমরা প্রথমে আদর্শ মার্কেটের একটি দোকানে আগুন দেখতে পাই। মার্কেটের প্রায় ১৫ জন কর্মী অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি।'

তিনি বলেন, 'আমাদের মধ্যে একজন নিকটবর্তী সার্ভিস হেডকোয়ার্টারে গিয়ে ঘটনাটি জানান এবং অন্যরা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ফোন করেন।'

সুমন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা করছেন।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মার্কেটের ২টি দোকানের মালিক আজাদ কবির।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি দেখেছি আদর্শ মার্কেটের দোকানগুলো জ্বলছে। পরে আগুন অন্যান্য বাজারেও ছড়িয়ে পড়ে।'

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন জানান, সকাল থেকে তাদের টিম কাজ করছে। আগুনের উৎস সম্পর্কে কিছু বলার সময় এখনো হয়নি।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'তদন্তের পর আমরা কিছু বলতে পারব।'

 

Comments