বঙ্গবাজারের ধ্বংসস্তূপে এখনো ধোঁয়া-আগুন

বঙ্গবাজার, বঙ্গবাজারে আগুন, অগ্নিকাণ্ড, বঙ্গবাজার কমপ্লেক্স,
ছবিটি বঙ্গবাজার কমপ্লেক্স এলাকা থেকে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তোলা। ছবি: স্টার

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার কমপ্লেক্সের ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া ও আগুন বের হচ্ছে।

আজ বুধবার সকালে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। যেখানে আগুন দেখা যাচ্ছে সেখানেই নেভানোর কাজ করছেন তারা। এসময় ভেজা ও ফেলে দেওয়া কাপড়ের স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছিল।

ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় পাশের সড়কে সাজানো হচ্ছে। এসব কাপড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পুরো এলাকা পাহারা দিচ্ছেন। ব্যবসায়ী ও দোকান মালিকদের ছাড়া কাউকে দোকানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্বিতীয় দিনের মতো আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago