১১ ঘণ্টা পরও ধোঁয়া-আগুন অ্যানেক্সকো টাওয়ারে

দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও, এখনো আগুন নির্বাপন হয়নি।
বিকেল ৫টায় অ্যানেক্সকো ভবনে অআগুঞ্জ্বলতে দেখা যায়। ছবি: স্টার

বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এলেও, এখনো পার্শ্ববর্তী অ্যানেক্সকো টাওয়ারে আগুন জ্বলছে। ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নির্বাপনের কাজ করছেন। 

বাজারের ব্যবসায়ীরা তাদের মালামাল নিরাপদ জায়গায় স্থানান্তর করছে।

ফায়ার সার্ভিস এখনো আগুন নির্বাপনের কাজ করছে। ছবি: আব্দুল্লাহ আব্বাস/স্টার

যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) দিনমনি শর্মা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এখনো বঙ্গবাজার মার্কেট ও সংলগ্ন এলাকায় আগুন নির্বাপনের কাজ করছি।'

বঙ্গবাজার মার্কেট ও সংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসের চলমান কার্যক্রমের মধ্যেও হাজারো উৎসুক জনতা সেখানে ভিড় করেছে। এতে উদ্ধারাভিযান ও অন্যান্য কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহায্যকারী দল যোগ দেয়।

দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

Comments

The Daily Star  | English

Ex-president Badruddoza Chowdhury passes away

He breathed his last at 3:15am today while undergoing treatment at the Uttara Women’s Medical College

59m ago