গোবিন্দগঞ্জে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে রংপুরগামী একটা বাসের ধাক্কায় সিএনজিচালিত আটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন।

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় আজ বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ আনোয়ার।

ওই ফায়ার স্টেশনের কর্মকর্তা আতিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেলে গোবিন্দগঞ্জ থেকে ৪ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি পলাশবাড়ী যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ যাত্রীর মৃত্যু হয়। আরও ২ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।'

অটোরিকশার আহত এক যাত্রীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় হতাহতদের মধ্যে অটোরিকশার চালকের পরিচয় জানা গেছে। তার নাম আব্দুল লতিফ। গোবিন্দগঞ্জের তালুককানুপুর এলাকায় তার বাড়ি।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

9h ago