৩ জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৪, আহত ৪

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুর, যশোর ও নোয়াখালীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। 

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ দুর্ঘটনার তথ্য ও নিহতদের পরিচয় দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

জামালপুর

জামালপুরের সদর ও ইসলামপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ ডেইলি স্টারকে জানান, রোববার দুপুরে জামালপুরের সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অনিক (১৮) নামে এক তরুণ নিহত হন।

এ ঘটনায় মুশফিক (১৮) নামে আরেকজন গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে জামালপুরের ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের জাঙ্গালিয়া পাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হন। 
নিহত রফিকুল (১৯) ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার বাসিন্দা এবং গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানিয়েছেন।  

দুর্ঘটনায় রফিকুলের দুই বন্ধু মো. ইউসুফ (১৭) ও মো. রায়হান (১৬) গুরুতর আহত হয়েছেন।

যশোর

যশোরের শার্শায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। 

রোববার দুপুরে উপজেলার গোড়পাড়ার বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইকবাল হোসেন (৪২) শার্শার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের বাসিন্দা ও কাশেম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এর ডিরেক্টর বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতের বড়ভাই মনিরুজ্জামান(৪৫) গুরুতর আহত হয়েছেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লক্ষিন্দর ডেইলি স্টারকে বলেন, 'সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই ইকবাল হোসেন মারা গেছেন।'

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম ডেইলি স্টারকে জানান, শার্শায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে কাশেম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ইকবাল হোসেন মারা গেছেন।

নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চাপায় এক শিশু নিহত হয়েছে। 

আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবরার ফাহাদ আবিদ (৪) চরবাটা গ্রামের আকবর হোসেনের ছেলে।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশুর মামা আরিফ সবুজ ডেইলি স্টারকে জানান, আবিদ বাড়ির সামনের রাস্তায় কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল। সে সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি দেবপ্রিয় জানান, রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

Comments

The Daily Star  | English

Inaction as policy, lawlessness as outcome

The country deserves better than a government that only condemns after the fact

2h ago