গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অটোরিকশায় আগুন, দগ্ধ ৫

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অটোরিকশায় আগুন, দগ্ধ ৫
চট্টগ্রাম বন্দরনগরীর বাকালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ছবি: স্টার

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে ৩ বছরের শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরনগরীর বাকালিয়া এলাকায় ঈদ উপলক্ষে পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দগ্ধরা হলেন, বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (০৮) ও কাইনাতক (৩)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাকালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, 'এই ৫ জন কর্ণফুলী এলাকা থেকে সিএনজি অটোরিকশায় চড়ে বহদ্দারহাট এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সিএনজি অটোরিকশাটি নতুন ব্রিজ গোল চত্বর এলাকায় পৌঁছালে দুপুর সাড়ে ১২টার দিকে এতে হঠাৎ আগুন ধরে তারা দগ্ধ হন।'

এক পর্যায়ে সিএনজির গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে যায় বলে জানান তিনি। স্থানীয়রা আগুন নিভিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, দুপুর ১টার দিকে সবাইকে সিএমএইচ বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

18m ago