শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর জামিন

শাকিব খান। ছবি: সংগৃহীত

এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবির অভিযোগে অভিনেতা শাকিব খানের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করার পর চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব এ আদেশ দেন।

আজকের শুনানির সময় শাকিব খান তার আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন। তবে, শাকিব খান নিজে অনুপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন শাকিব খান।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শাকিবের জবানবন্দি রেকর্ড করেন।

রহমত উল্লাহকে আজ হাজির হওয়ার জন্য তলব করেছিলেন ম্যাজিস্ট্রেট।

গত ২৭ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে 'আপত্তিকর' মন্তব্য করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান।

শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়েত শাকিবের জবানবন্দি রেকর্ড করেন, অভিযোগ আমলে নেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, ট্রাইব্যুনাল পিবিআইকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

গত ১৩ এপ্রিল কটূক্তি করার অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন রহমত উল্লাহ।

মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

 

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff, a slight reduction from an earlier 37 percent rate but still punishingly high, places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago