প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিব খানের মামলা

sakib khan
শাকিব খান। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেছেন অভিনেতা শাকিব খান।

মামলার শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়েত শাকিব খানের জবানবন্দি রেকর্ড করেন, অভিযোগ আমলে নেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বলেন, 'ট্রাইব্যুনাল পিবিআইকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।'

এর আগে গত ২৩ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে ১ লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবির অভিযোগে ঢাকার আরেকটি আদালতে মামলা করেন শাকিব খান।

 

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago