মধ্য-দক্ষিণ ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫

ইউক্রেনজুড়ে রুশ হামলা
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় উমান শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ২৮ এপ্রিল ২০২৩। ছবি: রয়টার্স

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় শহরগুলোয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার স্থানীয় গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর উমানের সামরিক প্রশাসক ইহোর তাবুরেতস গণমাধ্যমকে জানান, শহরের একটি ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করলে অন্তত ৩ জন নিহত হন এবং আহত হন ৮ জন।

অপর শহর নিপ্রোর মেয়র বরিস ফিলাতভ টেলিগ্রাম বার্তায় বলেছেন, একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করলে এক নারী ও শিশুর মৃত্যু হয়। এতে ৩ জন আহত হন।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে সতর্কতামূলক সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভ অঞ্চলের ইউক্রাইনকা শহরে রুশ হামলায় ২ জন আহত হয়েছেন।

রাজধানী কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, দেশটির বিমান হামলা প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ১১ ক্ষেপণাস্ত্র ও ২ ড্রোন ধ্বংস করেছে।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মধ্যরাতে মধ্য ইউক্রেনের নিপ্রো, ক্রেমেনচুক ও পলতাভা এবং দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সামরিক বাহিনী যখন মিত্রদের কাছ থেকে পাওয়া ট্যাংকসহ নতুন সমরাস্ত্র দিয়ে নতুন উদ্যমে রুশ বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে তখন ইউক্রেনের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় শহরগুলোয় রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

Comments

The Daily Star  | English

Three cases filed over Gopalganj violence, 147 arrested

The cases have been filed with Gopalganj Sadar, Kashiani, and Kotalipara police stations

46m ago