২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১৫

dengue
স্টার অনলাইন গ্রাফিক্স

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৭ জনে। আর এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন, যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১৩ জন।

এ ছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৯২২ জন রোগী।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago