‘ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে, প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকুন’

কুমিল্লার চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। আগামী ২০৪০ সালে আমাদের নতুন প্রজন্ম আধুনিক স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাবে। তবে স্মার্ট ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। দেশে ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'যারা প্রযুক্তির অপব্যবহার করবে তারা আইনের মুখোমুখি হবেন। আমরা কোনো ষড়যন্ত্র, কোনো পেশীশক্তি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের রায়। আমরা মনে করি জনগণ সঙ্গে আছে। কোনো ষড়যন্ত্র কাজ হবে না। বিদেশি কোন দেশ কী বলল, তাতে কাজ হবে না। দেশের জনগণ যখন সঙ্গে থাকে কোনো ষড়যন্ত্রই কাজে দেয় না।'

ভুয়া, অসত্য সংবাদ ফেসবুকে না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, 'যা সঠিক, আপনাদের বিবেকে যা বলে, সেটাই প্রচার করবেন। কাল্পনিক অসৎ উদ্দেশ্য থেকে বিরত থাকবেন। না হয় আপনার স্বপ্ন আমার স্বপ্ন আঁধারে লুকিয়ে যাবে।। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন, ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই।'

বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী বরুড়ায় এক জনসমাবেশে যোগদান করবেন বলে জানা গেছে। 

Comments

The Daily Star  | English

‘SAARC remains a top priority for both of us’

Chief Adviser Yunus discusses revitalising regional cooperation with Pakistani Foreign Minister Ishaq Dar

9m ago