শাহরুখের ‘পাঠান’ বাংলাদেশের সেন্সর বোর্ডের অনুমতি পেল

শাহরুখের ‘পাঠান’ বাংলাদেশের সেন্সর বোর্ডের অনুমতি পেল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের অনুমতি পেল বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা 'পাঠান'। অবশেষে আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টে-এর অনন্য মামুন।

চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হয়েছে কিছুদিন আগে। তারপরে ব্যাংক এলসিসহ সবকিছু যাচাই করে ঠিক থাকায় সেন্সর বোর্ড থেকে গত ২৭ এপ্রিল চিঠিটি দিয়ে আমদানি প্রক্রিয়ায় কাস্টমস থেকে 'পাঠান' ছেড়ে দিয়ে ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে পৌঁছানোর জন্য এনওসি (অনাপত্তি) প্রদান করতে বলা হয়েছে।

বাংলাদেশে পাঠান আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। প্রতিষ্ঠানের পক্ষে অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ১২ মে সিনেমাটি মুক্তি পাচ্ছে। অনেকেই সিনেমাটি দেখার জন্য অগ্রিম টিকেট বুকিং দিয়ে রেখেছে।'

বলিউড বাদশা শাহরুখ খানের ছবি 'পাঠান' বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির উপরে ব্যবসা করা ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago