ঢাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প

প্রতীকী ছবি

রাজধানী ঢাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডের দিকে এই ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এটির ধরন ছিল হালকা।

এই ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago