ঢাবি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

আহতদের রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাবি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
হামলায় ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

রাজধানীর হাইকোর্ট মোড়ে ছাত্রলীগের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ওই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ তালুকদার সাব্বির ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের নেতা আরিফুর রহমান।

তাদেরকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, 'পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা আজ ক্যাম্পাসে গিয়েছি। ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের একদল নেতাকর্মী লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।'

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শোভন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঙ্গে যোগাযোগ করা হলে তারা হামলার অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।

তানভীর হাসান সৈকত বলেন, 'আমাদের ছাত্রলীগ কর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এবং অভিভাবকদের দেখাশোনায় ব্যস্ত ছিল। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না। তবে  অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।'

জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, 'ক্যাম্পাসের বাইরে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি... আমরা সবসময় ক্যাম্পাসে শৃঙ্খলা নিশ্চিত করি।'

পরীক্ষার পরপরই এ ঘটনা ঘটলে ভর্তিচ্ছু ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Comments