বিনয়ের সঙ্গে ব্যবহার, কিন্তু আইনের প্রয়োগ হবে কঠোর: ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, ‘সঠিক স্বচ্ছ ও বিধি অনুযায়ী কাজ করতে হবে। বিনয়ের সাথে ব্যবহার করতে হবে কিন্তু আইনের প্রয়োগ হবে কঠোর, কোনো কমপ্রোমাইজ হবে না।’
নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। ছবি: টিটু দাস/ স্টার

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, 'সঠিক স্বচ্ছ ও বিধি অনুযায়ী কাজ করতে হবে। বিনয়ের সাথে ব্যবহার করতে হবে কিন্তু আইনের প্রয়োগ হবে কঠোর, কোনো কমপ্রোমাইজ হবে না।'

আজ মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা করেন।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, 'সুষ্ঠু, নিরপেক্ষ, পক্ষপাতহীন নির্বাচন করতে হলে উপরে আল্লাহ ও নিজের বিবেক দিয়ে কাজ করব।'

নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিয়ে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে আমরা পত্রিকার সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে নিয়ে সমাধানে পৌঁছাবার চেষ্টা করছি।

তিনি বলেন, 'আমি সব সময় বলছি মিডিয়া চোখ ও কান। মিডিয়ার অবাধ বিচরণ নিশ্চিত করব। ভোটকক্ষের মধ্যে লাইভ করা সমীচীন নয়। ১০ মিনিটের বেশি থাকার বিষয়ে বলছি, সবাই যদি এক সাথে কক্ষে ঢোকেন তাহলে কী কাজ করকে পারবেন?'

ইভিএম নিয়ে তিনি বলেন, ইভিএম স্বচ্ছতার প্রতীক। ইভিএম দিয়ে কেউ কিছু করতে পারে এই ভ্রান্ত ধারণা কেন বুঝতে পারছি না। এ পর্যন্ত ৭০০ নির্বাচনের মধ্যে ৬০০ নির্বাচন ইভিএমে হয়েছে।

বরিশালে প্রার্থীদের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, এই মুহূর্তে আমাদের কাছে এক প্রার্থীর শো ডাউন ছাড়া আর কোনো বিষয় নেই।

Comments