ঘূর্ণিঝড় মোখা

চট্টগ্রামে ১০৩০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত, আশ্রয় নিতে পারবেন ৫ লক্ষাধিক মানুষ

ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

ঘূর্ণিঝড় 'মোখা'র ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৩টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা, পৌরসভা ইউনিয়ন, মোকাবিলায় ও ইডিনয়ন ওয়ার্ড কমিটি সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

৮ হাজার ৮৮০ জন সিপিপি স্বেচ্ছাসেবক ও রেড ক্রিসেন্ট সোসাইটির ৮ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তারা আবহাওয়া বার্তা প্রচার করছে।

পর্যাপ্ত সরঞ্জামসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রস্তুত রাখা হয়েছে। নেভি ও কোস্ট গার্ডের রেসকিউ বোট ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

৫৩০টি স্থায়ী এবং ৫০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেগুলোর ধারণ ক্ষমতা ৫ লাখ ১ হাজার ১১০ জন।

Comments