প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা পাবেন না চুক্তিভিত্তিক ব্যাংকাররা

‘কিছু ব্যাংক চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া কর্মীদেরকেও এসব সুবিধা দিচ্ছে, যা ব্যাংকিং খাতের মানবসম্পদ নীতিমালার পরিপন্থী।’
bangladesh bank logo

দেশের ব্যাংকগুলোতে চুক্তিভিত্তিক ব্যাংকারদের অবসরকালীন সুবিধা, যেমন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি না দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল দেওয়া এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দেয়।

এতে বলা হয়েছে, কিছু ব্যাংক চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া কর্মীদেরকেও এসব সুবিধা দিচ্ছে, যা ব্যাংকিং খাতের মানবসম্পদ নীতিমালার পরিপন্থী।

প্রযোজ্য নীতিমালা অনুযায়ী, ব্যাংকিংখাতের কর্মীরা ৫৯ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। এরপর তাদেরকে বাধ্যতামূলকভাবে অবসর নিতে হবে। তবে ব্যাংক চাইলে অবসরপ্রাপ্ত কর্মীদের বয়স ৬৫ বছর না হওয়া পর্যন্ত তাদেরকে চুক্তিভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ এসেছে, কিছু ব্যাংক চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া অবসরপ্রাপ্ত কর্মীদেরকেও প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা দিচ্ছে।

'গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড শুধু ব্যাংকের নিয়মিত কর্মকর্তারাই পাবেন, যারা ৫৯ বছর বয়সে অবসর নেবেন বা তার আগেই চাকরি ছাড়বেন', বলেছে বাংলাদেশ ব্যাংক।

Comments